ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের দফতর স্থাপনে অগ্রগতি
- By Jamini Roy --
- 29 October, 2024
জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় তাদের দফতর স্থাপনের বিষয়ে আন্তঃসরকার পর্যায়ের আলোচনার অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সামনে তিনি এ তথ্য জানান।
শারমিন মুরশিদ জানান, "জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকায় দফতর স্থাপনের সিদ্ধান্ত সরকারের কাছে ইতিবাচক। এ উদ্যোগ বাংলাদেশের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ হবে।" তিনি বলেন, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে এই দফতর স্থাপনের প্রস্তাব আসা হয়েছে।
এর আগে, ভলকার তুর্কের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। উপস্থিত উপদেষ্টারা ছিলেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।
শারমিন মুরশিদ বলেন, জাতিসংঘের এ দফতর চালু হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করার সুযোগ পাবে কমিশন। এ প্রসঙ্গে তিনি বলেন, "এখানে জাতিসংঘের কার্যালয় থাকলে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে দেশের শক্তি বাড়বে।"